নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ পূর্ব বর্ধমানের ভাতারের ওড়গ্রাম জঙ্গলে পোলট্রি ফার্মে ভয়াবহ আগুন লেগে প্রায় ৫ হাজার মুরগী মারা গিয়েছে। এই পিকনিকের মরসুমে এমন ঘটনায় ফার্ম মালিকের মাথায় হাত।
জানা গিয়েছে, বুধবার রাতেরবেলার দিকে ফার্মেরই এক জন কর্মী ফার্মে আগুন জ্বলতে দেখে দ্রুত মালিককে খবর দেন। পাশাপাশি এলাকাবাসীদেরও ডেকে আনেন। এরপর সকলে মিলে আগুন নেভানোর কাজ শুরু করেন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে না আসায় অবশেষে দমকল বিভাগে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে একটি ইঞ্জিন নিয়ে এসে দীর্ঘ প্রচেষ্টার পর শেষ অবধি আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নেভার আগেই অনেকটা ক্ষতি হয়ে গিয়েছে। দমকল কর্মীরা প্রাথমিকভাবে মনে করছেন, শর্টসার্কিটের ফলেই এই আগুন লেগেছে।
Sponsored Ads
Display Your Ads Here
ফার্মের মালিক বাসুদেব চক্রবর্তী জানান, “ফার্মের যে শেডে আগুন লেগেছে সেখানে প্রায় ২০ হাজার মুরগীর ছানা ছিল। কমপক্ষে পাঁচ হাজার মুরগি আগুনে ঝলসে মারা গিয়েছে। ওদের বয়স এখন মাত্র এক মাসের কাছাকাছি। আগুনের কারণে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।” এছাড়া শটসার্কিট প্রসঙ্গে বলেন যে, “শীতের সময় মুরগীর ছানাদের গরম রাখতে ওয়াটের বাল্ব ব্যবহার করা হয়। অতিরিক্ত গরম হওয়ার কারণে বাল্ব ফেটে গিয়ে শর্ট-সার্কিটের ফলে আগুন লেগে গিয়ে থাকতে পারে। তবে শুধু আগুনে ঝলসে মৃত্যুই নয়, পোড়া গন্ধেও মুরগীরা অসুস্থ হয়ে পড়ছে। তাই ক্ষয়-ক্ষতি আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।”
Sponsored Ads
Display Your Ads Here