নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ গতকাল রাতেরবেলা রাজস্থানের জয়পুরের জৈসল্যা গ্রামের যাদব মার্কেটে ঘরে রাখা গ্যাস সিলিন্ডার ফেটে ঝলসে মৃত্যু হয়েছে শিশু সহ একই পরিবারের পাঁচ জনের। আর আহত হয়েছেন কয়েক জন।
সূত্রের খবর, গ্যাস সিলিন্ডারে আগুন লাগার পর তাতে আচমকা বিস্ফোরণ হতেই এক দম্পতি সহ তার তিন জন সন্তানের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের পরই বাড়িতে দাউ দাউ করে আগুন ধরে যায়। দম্পতি বিহারের বাসিন্দা ছিলেন। এলাকাবাসীরা ঘটনাটি দেখতে পেয়ে পরিবারটিকে উদ্ধারের চেষ্টা করেও আর বাঁচাতে পারেননি। পাশাপাশি দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা এসে বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর মৃতদেহগুলি উদ্ধার করেন।
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া ফরেন্সিক দল ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণটি ঘটলো কিভাবে তা তদন্ত করে দেখছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা দুর্ঘটনাটির খবর পেয়ে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। এমনকি আহতদের যাতে ভালো ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়, সেই নির্দেশেও দেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here