নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশাঃ গতকাল রাতে ওড়িশার জজপুর জেলার বারাবতীর কাছে ১৬ নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভার থেকে একটি কলকাতাগামী বাস উল্টে প্রায় ৫ জন মারা যান। আর ৪০ জন আহত হয়েছেন। বাসটি ৫০ জন যাত্রী নিয়ে পুরী থেকে যাচ্ছিল।
এই দুর্ঘটনার পরই দমকল বিভাগে খবর দেওয়া হয়। দমকলকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সাহায্যে দ্রুত আহতদের উদ্ধার করে কটক এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং জজপুরের কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করে। এদের মধ্যে চালক সহ বারো জনের অবস্থা আশঙ্কাজনক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্ঘটনার খবর পেয়ে রাজ্যের তরফে পাঁচটি ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
কটক হাসপাতালে রাজ্যের বাস, অ্যাম্বুলেন্স, ছয় জন অফিসার ও সিভিল ডিফেন্সের কর্মীদের পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বেশীরভাগ ৩২ জনই পশ্চিমবঙ্গের বাসিন্দা। এদের মধ্যে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা বেশী। আর কয়েকজন পশ্চিম মেদিনীপুর এবং দুই থেকে তিনজন কোচবিহারের বাসিন্দা। এছাড়া মৃতদের মধ্যে তিন জন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, ‘‘সম্ভবত চালক মদ্যপ অবস্থায় থাকায় বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছিলেন।’’
Sponsored Ads
Display Your Ads Here