নিজস্ব সংবাদদাতাঃ রাঁচীঃ গতকাল রাতেরবেলা রাঁচী থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে ধানবাদের ব্যাঙ্ক মোড় এলাকার একটি বেসরকারী হাসপাতালে আগুল লেগে মৃত্যু হলো প্রায় ৫ জনের।
মৃতরা হাসপাতালের মালিক তথা চিকিৎসক বিকাশ হাজরা, স্ত্রী চিকিৎসক প্রেমা হাজরা, পরিচারিকা তারা দেবী ও সোহান খানারি। এছাড়া একটি পোষ্য কুকুরেরও মৃত্যু হয়েছে। আর আহত হয়েছেন বেশ কয়েকজন।
ঝাড়খণ্ড পুলিশ এবং দমকল বিভাগ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশের একটি সূত্র জানাচ্ছে, এখনো অবধি এক জনের পরিচয় জানা যায়নি।
ধানবাদের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) প্রেমকুমার তিওয়ারি জানান, ‘‘শ্বাসকষ্টজনিত কারণে এই মৃত্যু বলে মনে করা হচ্ছে। যদিও এখনো অবধি আগুন লাগার কারণ সম্পর্কে স্পষ্ট ভাবে জানা যায়নি। সেটা জানতে যথাযথ ভাবে তদন্ত চালানো হচ্ছে।’’