নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ গতকাল গভীর রাতেরবেলা মধ্যপ্রদেশের দতিয়া জেলার বুহারা গ্রামের কাছে একটি ট্রাক নদীতে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তিন জন শিশু সহ মোট ৫ জনের।
জানা যায়, কয়েকটি পরিবারের প্রায় ২৪ জন একটি ট্রাক বোঝাই করে টিকমগড়ের জাতারায় বিয়েবাড়িতে যাচ্ছিলেন। তখন আচমকা চালক স্টিয়ারিং হুইলের উপর থেকে নিয়ন্ত্রণ হারানোয় ট্রাকটি পাশের নদীতে গিয়ে পড়ে। এরপর ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করা হয়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
কিন্তু বর্ষায় নদী ফুলেফেঁপে ওঠায় উদ্ধারকাজ চালানো হয়ে পড়েছে। তবে ইতিমধ্যেই প্রায় তিন বছর বয়সী তিন জন শিশুর দেহ সহ আঠারো বছর বয়সী এক জন কিশোরের দেহ ও পঁয়ষট্টি বছর বয়সী এক জন প্রৌঢ়ার দেহ উদ্ধার হয়েছে। এছাড়াও আর কয়েক জন শিশুর কোনো খোঁজ মিলছে না।
পুলিশ খবর পেয়ে এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছেন। পুলিশের প্রাথমিক অনুমান, চালক ঘুমিয়ে পড়াতেই এই দুর্ঘটনাটি ঘটেছে। যদিও ট্রাকটিতে যান্ত্রিক ত্রুটির জেরেই এই দুর্ঘটনাটি ঘটেছে কিনা তা যথাযথ ভাবে খতিয়ে দেখা হচ্ছে।