নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ রাজস্থানের জয়পুর গ্রামীণ এলাকার ডুডুতে জয়পুর-অজমের রোডে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে পার্ক করা দু’টি ট্রাকে ধাক্কা মারতেই ট্রাকগুলিতে আগুন জ্বলে যায়। আর ওই আগুনেই ঝলসে মৃত্যু হয়েছে ৫ জনের। মৃতরা হলো হরিয়ানার বাসিন্দা ১৮ বছর বয়সী সঞ্জু, ২৮ বছর বয়সী পবন, ৩৪ বছর বয়সী ধরমবীর ও বিহারের ছপরার বাসিন্দা ২৬ বছর বয়সী বিজলি এবং ৩৫ বছর বয়সী জন বিজয়।
এছাড়া ওই আগুন রাস্তার ধারে দাঁড় করানো আরো তিনটি ট্রাকে ছড়িয়ে পড়তেই একটি ট্রাকে থাকা ১২টি পশুরও মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, রাস্তার ধারে দাঁড় করানো যে ট্রাকে সঞ্জু, পবন, ধরমবীর, বিজলি ও জন বিজয় ছিলেন তাতে হরিয়ানা থেকে পুণেতে পশু নিয়ে যাওয়া একটি ট্রাক ধাক্কা মারে।
Sponsored Ads
Display Your Ads Here
এর ফলে ট্রাকটির পেট্রোল ট্যাঙ্কে বিস্ফোরণ হয়। আর আগুন ছড়িয়ে পড়তেই ওই পাঁচ জনের মৃত্যু হয়। আর বারোটি পশুর পুড়ে মৃত্যু হয়। কিন্তু এই দুর্ঘটনা ঘটলো কিভাবে তা ফরেন্সিক বিশেষজ্ঞ দল খতিয়ে দেখছেন।
Sponsored Ads
Display Your Ads Here