নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ আজ নদীয়ার নাকাশিপাড়ায় ৩৪ নম্বর জাতীয় সড়কের টোল প্লাজার কাছে সামনে একটি বহরমপুরগামী লরি ও একটি যাত্রীবাহী গাড়ির সংঘর্ষে মৃত্যু হয়েছে শিশু সহ মোট ৫ জন আরোহীর। সাতসকালে এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক চাঞ্চল্যকর পরিস্থিতির তৈরী হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি রায়গঞ্জ থেকে কলকাতার দিকে আসছিল। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারী দলকে খবর দেওয়া হলে উদ্ধারকারী দল এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে তুলে আনে। আর ইতিমধ্যেই দেহগুলি উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যে, এই জাতীয় সড়কে কাজ চলছিল। কিন্তু কাজ থমকে থাকায় ‘সিঙ্গল লেন’ দিয়েই গাড়ি চলাচল করায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে।
Sponsored Ads
Display Your Ads Here
অভিযোগ ওঠে যে, প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটে। টোল থেকে ছাড়িয়ে রাস্তাটা এক লেনের হয়ে যাওয়ায় অনেক সময় গাড়িগুলি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তাই এমন একটি দুর্ঘটনাপ্রবণ এলাকায় ট্রাফিক পুলিশের কোনো নজরদারি না থাকায় প্রশ্নও উঠছে। এছাড়া রাস্তার কাজ তাড়াতাড়ি শেষ করার দাবীও জানানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here