নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ পিকনিক করে ফেরার পথে রূপনারায়ণ নদীতে নৌকাডুবিতে নিখোঁজ হলেন একই পরিবারের প্রায় ৫ জন সদস্য। এই দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত বেলগাছিয়া থেকে কয়েকটি পরিবার পিকনিক করতে গিয়েছিল। প্রথমে বাগনানের বাকসি গিয়ে সেখান থেকে নৌকা করে রূপনারায়ণ নদী পেরিয়ে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের দুধকুমড়া ঘাটের কাছে ত্রিবেণী পার্কে যায়। এরপর পিকনিক করে নদীতে ফেরার সময় আচমকা ওই নৌকাটি উল্টে যায়। এর জেরে প্রায় চোদ্দ জন তলিয়ে যান।
Sponsored Ads
Display Your Ads Here
তবে নয় জনকে উদ্ধার করা সম্ভব হলেও পাঁচ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজদের মধ্যে শিশুও রয়েছে। পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তল্লাশি অভিযান শুরু করে। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বাহিনীও খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করেন। অন্যদিকে, এই দুর্ঘটনার খবর পেয়ে নিখোঁজদের পরিবারের লোকজন ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here