নিজস্ব সংবাদদাতাঃ ছত্রিশগঢ়ঃ আজ ছত্রিশগঢ়ের বস্তারে শনিবার নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত পাঁচ মাওবাদী। কাঁকের এবং নারায়ণপুর জেলার সীমানায় এবং উত্তর অবুঝমাড়ে মাওবাদী গতিবিধির বিষয়ে নির্দিষ্ট কিছু তথ্য পেয়েছিলেন নিরাপত্তা বাহিনীর জওয়ানেরা। সেই তথ্যের ভিত্তিতে পুলিশের রিজার্ভ গার্ড, স্পেশাল টাস্ক ফোর্স এবং বিএসএফের জওয়ানেরা যৌথ অভিযান চালান। সকাল ৮টা থেকে শুরু হয়েছিল গুলির লড়াই। বেশ কয়েক ঘণ্টা ধরে দু’পক্ষের সংঘর্ষ চলে।
যৌথ অভিযানে অন্তত পাঁচ মাওবাদীর মৃত্যু হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে বেশ কিছু অস্ত্রও। মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে জখম হয়েছেন দুই জওয়ান। ওই অঞ্চলে আরও কোনও মাওবাদী লুকিয়ে রয়েছেন কি না, তা নিশ্চিত করে তল্লাশি অভিযান চালাচ্ছেন জওয়ানেরা। বস্তার পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, জখম দুই জওয়ানকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে এবং উভয়েরই শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।
Sponsored Ads
Display Your Ads Here
মাওবাদীদের বিরুদ্ধে সম্প্রতি ছত্তীসগঢ়ে একাধিক অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। ৪ অক্টোবর ছত্তীসগঢ়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩১ জন মাওবাদীর মৃত্যু হয়েছিল। চলতি বছরের এপ্রিলেও ছত্তীসগঢ়ের কাঙ্কের জেলায় এক অভিযানে ২৯ জন মাওবাদীর মৃত্যু হয়েছিল। সরকারি তথ্য অনুসারে, চলতি বছরে বস্তার অঞ্চলে সাতটি জেলা মিলিয়ে মোট ১৯৭ জন মাওবাদী নিহত হয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here