নিজস্ব সংবাদদাতাঃ অন্ধ্রপ্রদেশঃ আজ সকালে অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরম জেলায় সুনকারী পেটার কাছে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৩ জন যাত্রী ও দুটি বাসের চালক সহ মোট ৫ জন। আর আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
পুলিশ সূত্রে জানা গেছে, সুনকারী পেটার কাছে অন্ধ্রপ্রদেশ রাজ্য পরিবহণ নিগমের একটি বাসের সঙ্গে অপর একটি বাসের ভয়াবহ সংঘর্ষ হয়। এরপর দুর্ঘটনাগ্রস্ত অন্ধ্রপ্রদেশ রাজ্য পরিবহণ নিগমের বাসের পিছনে একটি ট্রাক সজোরে এসে ধাক্কা মারে। যার জেরে এই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার ফলে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনাটির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তারপরে দুর্ঘটনাগ্রস্ত দু’টি বাস এবং ট্রাকটিকে রাস্তা থেকে সরানোর পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও আহতদের মধ্যে ৫ জনের আঘাত অত্যন্ত গুরুতর।