নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুঃ মঙ্গলবার তামিলনাড়ুর ভিল্লুপুরম স্টেশনে পুদুচেরী যাওয়ার পথে একটি প্যাসেঞ্জার ট্রেন দুর্ঘটনার কবলে পড়তেই পাঁচটি কামরা লাইন থেকে একেবারে ছিটকে যায়। পরে যদিও ট্রেনের চালকের তৎপরতায় বড়ো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
রেল সূত্রে খবর, কামরাগুলি লাইন থেকে ছিটকে যেতেই দ্রুত চালক ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন। এরপর সব যাত্রীদের নিরাপদে ট্রেন থেকে বের করা হয়েছে। আর কোনো যাত্রীরও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। কিন্তু এই ট্রেনটি লাইনচ্যুত হলো কিভাবে? সেটি এখনো অবধি জানা যায়নি। তবে দুর্ঘটনার কারণ জানতে রেলের তরফ থেকে তদন্ত শুরু করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিকে লাইন থেকে সরিয়ে রেলকর্মীরা লাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করেন।