ব্যুরো নিউজঃ কেনিয়াঃ গতকাল রাতেরবেলা কেনিয়ার কেরিচো ও নাকুরুর মাঝে হাইওয়েতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়ি-বাইকে ধাক্কা মারার ফলে দুর্ঘটনায় পিষে মৃত্যু হয় ৪৯ জনের। আহত হয়েছেন অন্তত ৩০ জন। কিন্তু মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্রের খবর অনুযায়ী, ট্রাকটির ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে, গাড়ি, বাইক সব পিষে দিয়ে এগিয়ে আসছে। বেশ কয়েকটি বাসকেও ধাক্কা মারায় বাসগুলি একেবারে উল্টে যায়। আর গাড়িগুলি তালগোল পাকিয়ে যায়। আর তার ভিতরে বহু মানুষ পদপিষ্ট হয়ে মারা যান।
অনেকে আবার বেশ কিছু গাড়ির ভিতরেও আটকে রয়েছেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। কেনিয়ার পরিবহণ মন্ত্রী কিপচুম্বা মুরকোমেন বলেন, “এটি কেনিয়ার অন্যতম ভয়াবহ দুর্ঘটনা। আমরা ৪৯ জনকে হারিয়েছি।”
র