রাজ খানঃ বর্ধমানঃ ফের বেআইনী অক্সিজেন সিলিণ্ডার উদ্ধার করল বর্ধমানের মেমারী থানার পুলিশ। এই অক্সিজেন সিলিণ্ডার উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো।
https://www.youtube.com/watch?v=hvP5hLhi8jo
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=L0OCV3xBN0c
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ ই মে মেমারী থানার পাহাড়হাটি থেকে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রান্নার গ্যাসের গোডাউন থেকে বেআইনীভাবে মজুদ করা ১০ টি অক্সিজেন সিলিণ্ডার উদ্ধার করে। এই ঘটনায় দীপঙ্কর দত্ত নামে একজনকে গ্রেপ্তার করা হয়। দীপঙ্কর দত্তকে পুলিশী হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদ করে তার পুরনো গোডাউন থেকে আরো ৪৭ টি অক্সিজেন সিলিণ্ডার উদ্ধার করেছে পুলিশ।