ব্যুরো নিউজঃ বুলগেরিয়াঃ গতকাল গভীর রাতেরবেলা বুলগেরিয়ার পশ্চিমে বসনেক নামে একটি গ্রামের কাছে রাস্তার মধ্যে চলন্ত বাসে আগুন লেগে মৃত্যু হলো ১২ টি শিশু সহ অন্তত ৪৫ জনের। জানা যাচ্ছে, ওই যাত্রীদের বেশীরভাগই উত্তর ম্যাসিডোনিয়ার বাসিন্দা।
প্রশাসন সূত্রে জানা গেছে, ওই বাসে সকলেই পর্যটক ছিলেন। আগুন লাগার পরে মাত্র সাত জন বাস থেকে বেরিয়ে আসতে পেরেছেন। আর প্রশাসনের তরফে আহতদের রাজধানী সোফিয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসক সূত্রে জানা গিয়েছে, আহতদের অবস্থা আপাতত স্থিতিশীল।
এছাড়াও জানা যাচ্ছে যে, এই দুর্ঘটনাটির হওয়ার আগে বা পরে সড়কের ধারে থাকা রেলিংয়ে সজোরে ধাক্কা খায়। এর পাশাপাশি বাসটি এমন ভাবে পুড়ে গিয়েছে যে বাসটির কাঠামো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। সমগ্র বাসটি একেবারে পুড়ে গেছে।