অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আর জি কর কাণ্ডে চিকিৎসকদের আন্দোলনের মধ্যেই এবার রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ৪৩ জন চিকিৎসককে বদলির নির্দেশ জারি করলো। গতকাল এই সংক্রান্ত সরকারী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সরকারী বিধি মেনে সেই বিজ্ঞপ্তিতে ‘রাজ্যপালের ইচ্ছায় দায়িত্ব’ দেওয়ার বার্তা রয়েছে।
বিজেপির এই প্রসঙ্গে অভিযোগ, ওই চিকিৎসকেরা জুনিয়র চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে সরব হয়েছিলেন। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই ‘প্রতিশোধমূলক পদক্ষেপ’। বিজেপির সর্বভারতীয় মুখপাত্র শেহজাদ পুণেওয়ালা জানান, ‘‘আজ যদি হিটলার, স্তালিন, ইন্দিরা গান্ধী, কিম জং ইলের মতো স্বৈরাচারীরা থাকতেন তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাহবা দিতেন। যে চিকিৎসকেরা আর জি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে হাসপাতালে মহিলাদের নিরাপত্তার দাবী তুলেছিলেন, তাদেরকেই বদলি করে দেওয়া হলো।’’
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে, রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‘আমি এই বিষয়ে কিছু জানি না। তাই আমার কিছুই বলার নেই।’’ অন্যদিকে, চিকিৎসক সংগঠন ‘ইউনাইটেড ডক্টর্স ফ্রন্ট অ্যাসোসিয়েশনের’ তরফ থেকে বদলির প্রতিবাদ জানিয়ে পোস্ট করে জানানো হয়েছে, ‘‘বাংলার রাজ্যপাল আমাদের প্রতিবাদ সমর্থনকারী সদস্যদের অন্যায় ভাবে বদলি করেছেন। এই শাস্তিমূলক পদক্ষেপ কিন্তু ন্যায়বিচার ও নিরাপত্তার জন্য আমাদের দাবী স্তব্ধ করতে পারবে না। আমরা আমাদের লড়াইয়ে ঐক্যবদ্ধ এবং দৃঢ়প্রতিজ্ঞ।’’
Sponsored Ads
Display Your Ads Here
পাশাপাশি অ্যাসোসিয়েশন অফ হেল্থ সার্ভিস ডক্টর্সের সাধারণ সম্পাদক উৎপল বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘এখন সব চিকিৎসকই এই ঘটনার প্রতিবাদে নেমেছেন। তার মধ্যে কেউ কেউ বেশী সক্রিয়। আমাদের প্রোমোশন আটকে আছে। স্বাস্থ্য ক্ষেত্রে এই রকম পরিস্থিতি চলছে। তার মধ্যে আমাদের বদলির নির্দেশ কেন?’’
Sponsored Ads
Display Your Ads Here