নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ আজ উত্তরপ্রদেশের বারাবাঁকি এলাকার একটি বেসরকারী বিদ্যালয়ের ঝুলবারান্দা ভেঙে ৪০ জন পড়ুয়া আহত হয়েছে। এদের মধ্যে চার জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র শোরগোল শুরু হয়ে যায়।
সূত্রের খবর, সকালবেলা পড়ুয়ারা প্রার্থনার জন্য ঝুলবারান্দায় জড়ো হয়েছিল। এরপর আচমকা ওই বারান্দা ভেঙে পড়ে। এতে পড়ুয়ারা অনেকেই ওই কংক্রিটের নীচে চাপা পড়ে যায়। তারপর দ্রুত শিক্ষক ও অন্যান্য পড়ুয়ারা উদ্ধারকাজে হাত লাগান। আর বারান্দা ভেঙে পড়ার আওয়াজ এবং পড়ুয়াদের চিৎকারে আশপাশের লোকেরাও বিদ্যালয়ে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। এমনকি শীঘ্র জেলা হাসপাতালে ভর্তি করেন। পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ঝুলবারান্দার কাঠামো দুর্বল থাকায় অতিরিক্ত ভার সহ্য করতে না পেরে দুর্ঘটনাটি ঘটে যায়।
Sponsored Ads
Display Your Ads Here