নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের হরদমনগর গ্রামের বাসিন্দারা শিয়ালের উপদ্রবে আতঙ্কিত হয়ে পড়েছেন। এই শিয়ালের হানায় আহত হয়েছেন ৪০ জন গ্রামবাসী। এর মধ্যে ২০ জন অত্যন্ত গুরুতরভাবে আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন থেকে গ্রামে শিয়ালের উৎপাত বেড়েছে। গতকাল ওই গ্রামে ১৫ থেকে ২০ টি শিয়ালের একটি দল ঢুকে গ্রামবাসীদের উপর ঝাঁপিয়ে পড়ে কয়েকজনকে মুখে করে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই ঘটনায় একজন গ্রামবাসী আঙুলও খুইয়েছেন। কয়েকজনের মুখের মাংস খুবলে গেছে।
আহত গ্রামবাসীদের চিৎকার শুনে বাকি গ্রামবাসীরা শিয়ালের খোঁজে লাঠি নিয়ে বেরিয়ে পড়েন। ইতিমধ্যে দু’টি শিয়ালকে পিটিয়ে মেরেও ফেলেছেন। এদিকে আহত গ্রামবাসীদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা শুরু করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ানোর পাশাপাশি গ্রামবাসীরা ভয়ে সহজে বাইরে বের হচ্ছেন না।