নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ ফের পঞ্চায়েত নির্বাচনের আগে আজ মালদার রতুয়ায় আবার উদ্ধার হলো ৪০টি কৌটো বোমা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরী হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদমণি-বালুপুরের এলাকাবাসীরা চাষের জমিতে নানা আকারের বেশ কয়েকটি বোমা পড়ে থাকতে দেখে রতুয়া থানার পুলিশকে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সমগ্র এলাকা ঘিরে ফেলেন। এছাড়া আশপাশ থেকে এলাকাবাসীদের সরিয়ে দেওয়া হয়। এমনকি বম্ব স্কোয়াডেও খবর দেওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads Here
বম্ব স্কোয়াডের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলিকে নিষ্ক্রিয় করা শুরু করেন। আপাতত ওই বোমাগুলিতে কী ধরণের বিস্ফোরক রয়েছে তা পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি ওই বোমাগুলি কোথায় কি উদ্দেশ্যে তৈরী করা হয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here