নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ দুপুরবেলা হাওড়ার বেলুড় থানার অন্তর্গত চিকিৎসক এস কে চ্যাটার্জি স্ট্রিট বজরং বালির ভিক্টোরিয়া মার্কেটে একটি লোহার কারখানা ও গোডাউনে সিলিন্ডার ফেটে চার জন শ্রমিক আহত হন। এই কারখানা এশিয়ার সর্ববৃহৎ লোহার মার্কেট বজরংবালি। বিস্ফোরণের তীব্রতায় কারখানা চত্বর কেঁপে ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক হুলুস্থুলু শুরু হয়ে যায়।
জানা গিয়েছে, শ্রমিকরা একটি সিলেন্ডার ব্যবহার করে লোহা কাটাইয়ের কাজ করার সময় এই বিপত্তি ঘটে। এরপর শ্রমিকরা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। বিস্ফোরণের বিকট শব্দ শুনে এলাকাবাসীরা ছুটে এসে আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। পাশাপাশি বেলুড় থানার পুলিশ ও দমকল বিভাগকে খবর দেওয়া হলে পুলিশ এবং দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়। এদিকে হাওড়া কর্পোরেশনের প্রশাসকমণ্ডলীর সদস্য রেয়াজ আহমেদ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন।
সাথে সাথে এই কারখানায় শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে কর্তৃপক্ষের উদাসীনতা নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছেন। অন্যদিকে অভিযোগ ওঠে যে, “এই ঘটনা ঘটার পর কারখানা কর্তৃপক্ষ জখম শ্রমিকদের উদ্ধার করার পরিবর্তে অফিসে তালা লাগিয়ে চম্পট দেয়।” হাওড়া সিটি পুলিশের ডেপুটি কমিশনার (নর্থ) বিশপ সরকার জানিয়েছেন, “ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে। তদন্তের স্বার্থে এখন ওই কারখানাটি সিল করে দেওয়া হচ্ছে। তবে এখনো অবধি কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে অবশ্য কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।