নিজস্ব সংবাদদাতাঃ জম্মু-কাশ্মীরঃ গতকাল রাতভর জম্মু-কাশ্মীরের সুরানকোট জেলার সিন্ধারা এলাকায় গুলির লড়াইয়ে সেনাবাহিনীর হাতে নিঃশেষ হলো ৪ জন জঙ্গি। কিন্তু এখনো অবধি নিহত জঙ্গিদের শনাক্ত করা যায়নি।
সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জানা যায় বেশ কয়েক জন জঙ্গি পুঞ্চের সিন্ধারা এলাকায় আত্মগোপন করে রয়েছেন। ফলে রাতেরবেলা জম্মু-কাশ্মীর পুলিশের যৌথবাহিনী অভিযান চালায়। জঙ্গিদের খুঁজে বার করার জন্য ড্রোন ও আধুনিক প্রযুক্তিসম্পন্ন নজরদারি ক্যামেরা নিয়ে যাওয়া হয়েছিল।
এরপর জঙ্গিদের লক্ষ্য করে গুলি চালানো শুরু হলে যৌথবাহিনীর দিকেও গুলি ছুটে আসে। তারপর ড্রোন এবং আধুনিক প্রযুক্তিসম্পন্ন নজরদারি ক্যামেরার মাধ্যমে চার জন জঙ্গিকে খুঁজে নিঃশেষ করা হয়। এমনকি আজ সকালবেলাও জঙ্গিদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি চলছে। মনে করা হচ্ছে, জঙ্গিরা সীমান্ত পেরিয়ে ঢুকেছিলেন।