পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ নির্বাচনের ফল ঘোষণার পর আজ আবার দক্ষিণ চব্বিশ পরগণার ভাঙড়ের চালতাবেড়িয়ার চকমরিচা গ্রামে বোমা ফেটে আহত হয়েছেন ৪ জন। এই চালতাবেড়িয়া আইএসএফের শক্ত ঘাঁটি। আর এখানেই তৃণমূল আইএসএফকে (ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট) পিছনে রেখে সামান্য ব্যবধানে জয়ী হয়েছে।

কিন্তু গতকাল থেকে ভাঙড়ে নতুন করে অশান্তি শুরু হয়। ফলে ১৪৪ ধারা জারি করা হয়। তবে এদিন বোমা ফেটে আইএসএফের চার জন সমর্থক আহত অবস্থায় বাসন্তী হাইওয়ে দিয়ে পালানোর চেষ্টা করছিলেন। তখন কাঁটাতলা এলাকায় কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ তাদের ধরে আশঙ্কাজনক অবস্থায় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান।
Sponsored Ads
Display Your Ads Hereপঞ্চায়েত ভোটে জয়ী স্থানীয় এক জন তৃণমূল নেতা জানান, ‘‘এটা কোনো অশান্তির ঘটনা নয়। আইএসএফের সমর্থকেরা আসলে বোমা বাঁধার কাজ করছিলেন। ওই সময় বোমা দুর্ঘটনাবশত ফেটেই আহত হয়েছেন।’’ নির্বাচন পরবর্তী হিংসা এবং অশান্তি এড়াতে ভাঙড় জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে৷ বিভিন্ন জায়গায় পুলিশ পিকেট জারি রয়েছে।