নিজস্ব সংবাদদাতাঃ জম্মু-কাশ্মীরঃ জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় ‘হাই অ্যালার্ট’ জারি থাকা সত্ত্বেও গতকাল রাতে জম্মু-কাশ্মীরের ডোডায় জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনার গুলির লড়াই শুরু হয়। সাথে জম্মু-কাশ্মীর পুলিশও ছিল। এই গুলির লড়াইয়ে চার জন জওয়ান ও এক জন পুলিশ গুরুতর আহত হন।
গোপন সূত্র মারফত এদিন ভারতীয় জওয়ানের সাথে জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি) যৌথ ভাবে দেশা জঙ্গল এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছিল। ওই সময় অতর্কিতে জওয়ানদের দিকে গোলাবারুদ ধেয়ে আসতেই জওয়ানেরাও পাল্টা গুলি চালায়। প্রায় ৩০ মিনিট ধরে এই গুলির লড়াই চলে। ওই সময় চার জন জওয়ান আহত হয়েছেন। তাদের মধ্যে এক জন মেজর পদস্থ সেনা আধিকারিকও ছিলেন। এরপর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চার জনেরই মৃত্যু হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে ওই জঙ্গল এলাকায় চার থেকে পাঁচ জন জঙ্গি লুকিয়ে থাকার খবর থাকায়, এদিনও তাদের সন্ধানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। উল্লেখ্য যে, গত কয়েক সপ্তাহ ধরে জম্মু-কাশ্মীরের বেশ কয়েকটি জায়গায় সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটে চলেছে।
Sponsored Ads
Display Your Ads Here