নিজস্ব সংবাদদাতাঃ সিকিমঃ আজ সিকিমের পাকিয়ং জেলায় পাহাড়ি রাস্তায় একটি সেনাবাহিনীর একটি গাড়ি পিছলে সাতশো ফুট নীচে গভীর খাদে গিয়ে পড়লো। এর জেরে চার জন জওয়ানের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন মণিপুরের বাসিন্দা ডব্লু পিটার, মধ্যপ্রদেশের বাসিন্দা প্রদীপ পটেল, তামিলনাড়ুর বাসিন্দা সুবেদার কে থাঙ্গাপাণ্ডি ও হরিয়ানার বাসিন্দা নাইক গুরসেব সিংহ।
ভারতীয় সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, গাড়িটি পশ্চিমবঙ্গের পেডং থেকে সিল্ক রুট ধরে জ়ুলুক যাচ্ছিল। প্রদীপ গাড়ির চালক ছিলেন। প্রদীপ পটেল সহ ডব্লু পিটার, সুবেদার কে থাঙ্গাপাণ্ডি এবং নাইক গুরসেব সিংহ সকলেই পশ্চিমবঙ্গের বিনাগুড়ি ইউনিটের সদস্য ছিলেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code