পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ এবার দক্ষিণ চব্বিশ পরগণার ক্যানিংয়ের শ্যামসুন্দর কলোনী থেকে আগ্নেয়াস্ত্র সহ আজিবর মোল্লা নামে এক জনকে গ্রেফতার করার পাশাপাশি জীবনতলা থেকেও কার্তুজ ও দু’টি বন্দুক উদ্ধার সহ মুজিবর রহমান, আব্দুর রহমান গাজি এবং জিয়াউর রহমান গাজি নামে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে নির্বাচনের মুখে আবার দক্ষিণ চব্বিশ পরগণা জুড়ে অশান্তির পূর্বাভাস।
পুলিশ সূত্রে জানা গেছে, আজিবর মোল্লাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করতেই ইস্রাফিল শেখ নামে আরো এক জন যুবকের খবর পেয়ে পুলিশ ইস্রাফিল শেখ নামে আরো এক জনকে গ্রেফতার করেছে। জানা যায়, প্রাথমিক তদন্তে আজিবর ইস্রাফিলের কাছ থেকে অস্ত্র কিনেছিল। আজ ধৃতদের আলিপুর আদালতে তোলা হয়। পুলিশ আজিবর ও ইস্রাফিলকে নিজেদের হেফাজতে নিয়ে আরো তদন্ত করতে চায়।
Sponsored Ads
Display Your Ads Here
অন্যদিকে, ওই জেলার জীবনতলার ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ দু’টো বন্দুক এবং চারটে গুলি সহ মুজিবর রহমান, আব্দুর রহমান গাজি ও জিয়াউর রহমানকে গ্রেফতার করেছে। বর্তমানে পুলিশ অভিযুক্তদের হেফাজতে নিয়ে এই বিষয়ে আরো তদন্ত করতে চায়।
Sponsored Ads
Display Your Ads Here