নিজস্ব সংবাদদাতাঃ বেঙ্গালুরুঃ আজ বেঙ্গালুরুর কুন্দালাহাল্লির রামেশ্বরম ক্যাফেতে আচমকা বিস্ফোরণের জেরে আহত হয়েছেন ৪ জন। আহত চার জনের মধ্যে তিন জন ক্যাফের কর্মী ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে ক্যাফে এরিয়াতে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সূত্রের খবর, ক্যাফেতে রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়েছে। এরপরই দমকল বিভাগ ও পুলিশ বিভাগকে খবর দেওয়া হয়। পুলিশ এবং দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন আয়ত্তে আনার চেষ্টা করেন। এছাড়া বম্ব স্কোয়াডও ঘটনাস্থলে পৌঁছেছেন। পাশাপাশি দ্রুত আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আর ক্যাফে যে এলাকায় রয়েছে, পুলিশ ওই এলাকাটি ঘিরে ফেলেছে। তবে বিস্ফোরণের কারণ জানতে যথাযথ তদন্ত শুরু করা হয়েছে। উল্লেখ্য যে, রামেশ্বরম ক্যাফেটি বেশ জনপ্রিয়। এই ক্যাফের হোয়াইটফিল্ড শাখায় বিস্ফোরণটি ঘটেছে।