নিজস্ব সংবাদদাতাঃ উত্তর দিনাজপুরঃ আজ উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার অন্তর্গত বাহারাইলে একটি পার্সেল খুলতেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন ৪ জন। একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এই ঘটনায় এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাহারাইলে একজন টোটো চালক একটি ওষুধ দোকানের সামনে একটি পার্সেল নামিয়ে দিয়ে চলে যান। ওই টোটোতে একজন বৃদ্ধাও ছিলেন। পার্সেলের প্রাপক হিসেবে ওই ওষুধের দোকানের মালিক বাবলু চৌধুরীর নাম ও মোবাইল নম্বরও লেখা ছিল। আর পার্সেলটিও বেশ বড়ো আকারেও। এরপর ওষুধের কার্টন ভেবে সেই পার্সেল খুলতেই সমগ্র এলাকা বিকট শব্দে কেঁপে ওঠে।
Sponsored Ads
Display Your Ads Here
এরফলে বাবলুবাবু সহ আশেপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে তিন জন গুরুতর আহত হয়েছেন। আহতদের শরীর বিস্ফোরণে ঝলসে যায়। তারপর তড়িঘড়ি প্রত্যক্ষদর্শীরা আহতদের রায়গঞ্জ মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আহতরা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। এছাড়া এই পার্সেলটি কে কিংবা কারা কি উদ্দেশ্যে পাঠিয়েছিল তা নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে। এর পাশাপাশি ওই টোটোচালক ওষুধের দোকানে ওই পার্সেলটি রেখে গিয়েছিল কেন তা ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here