অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সকালবেলা ৭ টা ২৫ মিনিটে চেতলা রোডের উপর একটি বাড়িতে আগুন লেগে আংশিক অগ্নিদগ্ধ হয়েছে বাড়িতে থাকা ৪ জন। শীতের সকালে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এই ঘটনার সঙ্গে সঙ্গে দমকল বিভাগকে খবর দেওয়া হয়। দমকলকর্মীরা খবর পেয়ে দমকলের দু’টি ইঞ্জিন নিয়ে দ্রুত ঘটনাস্থলে এসে কিছুক্ষণের মধ্যে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর চার জনকে আংশিক অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়।
আহতদের মধ্যে এক জন মহিলা ও তিন জন পুরুষ ছিলেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যে, রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এই অগ্নিকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।