চয়ন রায়ঃ কলকাতাঃ ফের মহানগরীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এবার চেতলার ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় দু’জন শিশু সহ চার জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরবেলা আচমকাই এলাকা বাসিন্দারা চেতলার ওই ঝুপড়ির একটি ঘর থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন। এরপরেই দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দমকল বাহিনী খবর পেয়ে একে একে দমকলের চারটি ইঞ্জিন নিয়ে এসে ঘটনাস্থলে উপস্থিত হয়।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর যুদ্ধকালীন তত্পরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয়। সরু পাইপের সাহায্যে আগুন নেভানোর কাজ শুরু হয়। ওই ঝুপড়ির ঘরে থাকা আহত চার জনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকলের অবস্থা খুব আশঙ্কাজনক।
Sponsored Ads
Display Your Ads Here
ঝুপড়িতে আগুন লাগলো কিভাবে তা এখনো পর্যন্ত জানা যায়নি। গ্যাস সিলিন্ডার লিক করে এই বিপত্তি ঘটেছে বলে মনে করা হচ্ছে। আগুন যাতে ভয়াবহ রূপ নিতে না পারে তাই ঝুপড়ির ঘর থেকে সিলিন্ডার বের করে দেওয়া হয়েছে। এদিকে ফিরহাদ হাকিম অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান।
Sponsored Ads
Display Your Ads Here