ব্যুরো নিউজঃ তাইওয়ানঃ আজ সকালবেলা ৮টা নাগাদ আচমকা পূর্ব এশিয়ার তাইওয়ানের রাজধানী তাইপেই ও তার পার্শ্ববর্তী এলাকা ভয়াবহ ভূকম্পনে কেঁপে উঠলো। রিখটার স্কেলে এই ভূকম্পনের তীব্রতা ৭.৪ ছিল। এই প্রবল ভূকম্পনের ফলে একাধিক বহুতল এক দিকে হেলে পড়েছে। আর এখনো অবধি ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৫০ জন আহত হয়েছেন।
ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) সূত্রে জানা গেছে, এই ভূকম্পনের উৎসস্থল তাইওয়ানের দক্ষিণে হুয়ালিয়েন সিটি থেকে আঠেরো কিলোমিটার দূরে ভূগর্ভ থেকে ৩৪.৮ কিলোমিটার গভীরে ছিল। ভূকম্পনের মাত্রা বেশী থাকায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন। আর এই ভূকম্পনের জেরে শহর জুড়ে প্রচুর ক্ষতি হয়েছে। এর ফলে জাপানের আবহাওয়া দপ্তর জাপানের দক্ষিণের দ্বীপগুলিতে সুনামির সতর্কতা জারি করেছে। এমনকি সমুদ্রপৃষ্ঠ থেকে তিন মিটার উঁচুতে জল আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
ইতিমধ্যেই জাপানের ওকিনাওয়া দ্বীপ সহ অন্যান্য দ্বীপের বাসিন্দাদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের তরফে বিশেষ উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সুনামির পূর্বাভাসের ফলে ওকিনাওয়ার নাহা বিমানবন্দরে প্রশাসনের তরফে বিমান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জাপান ছাড়াও ফিলিপিন্সেও সুনামির সতর্কতা জারি করা হয়েছে। প্রসঙ্গত, প্রায় ২৫ বছর পর তাইওয়ানে এই ধরণের প্রবল ভূকম্পন হয়েছে। এর আগে ১৯৯৯ সালের সেপ্টেম্বর মাসে তাইওয়ানে ৭.৬ মাত্রার ভূকম্পনের ফলে ২ হাজার ৪০০ জন মারা গিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here