নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুঃ আজ তামিলনাড়ুর শিবকাশীর কাছে চিন্নাকামানপট্টির একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কারখানার বেশীর ভাগ অংশ গুঁড়িয়ে গিয়েছে। এই বিস্ফোরণের আওয়াজ কয়েক কিলোমিটার দূর থেকে শোনা গিয়েছে।
সংবাদ সংস্থা এএনআইকে বিরুদ্ধনগর জেলার পুলিশ সুপার কান্নান জানিয়েছেন, বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অন্ততপক্ষে চার জনের। আহত পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে কারখানার ভিতরে কত জন আটকে রয়েছেন, সেই সংখ্যাটি স্পষ্ট নয়। আহত এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে চিন্নাকামানপট্টি। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, আশপাশের কয়েকটি বাড়ির জানলার কাচ ভেঙে গিয়েছে। বিস্ফোরণের সময় কারখানার ভিতরে অনেক শ্রমিকই কাজ করছিলেন। বিস্ফোরণের জেরে কারখানাটি ভেঙে পড়েছে। নীচে কেউ চাপা পড়ে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে কী কারণে বিস্ফোরণ তা এখনও স্পষ্ট নয়।
Sponsored Ads
Display Your Ads Here
গত বছরেই একই রকম বিস্ফোরণ ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছিল। তার পরেই শিবকাশীতে যায় কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এবং ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল-এর একটি তদন্তকারী দল। সেই সময় ওই তদন্তকারী দলটি বেশ কিছু অনিয়ম খুঁজে পেয়েছিলেন। নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি নিয়েও প্রশ্ন তোলে তদন্তকারী দলটি। মঙ্গলবার যে কারখানায় বিস্ফোরণ হয়েছে, সেখানে নিরাপত্তা সংক্রান্ত কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।