নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ পুজোর মুখে গতকাল হাওড়ায় ট্রেন পথে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে। এই ঘটনায় পুলিশ চার গাঁজা পাচারকারীকে গ্রেফতার করে ১০১ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। অভিযুক্তরা হলো রোহিত শাহ, কমলনাথ ঝাঁ, মদনলাল জয়সওয়ারা ও হাওড়ার ব্যাঁটরা এলাকার বাসিন্দা এক কিশোর।
পুলিশ সূত্রের খবর, এদিন ভোরবেলা ৪টে নাগাদ ডাউন চেন্নাই মেল সাঁতরাগাছি স্টেশনে এসে পৌঁছাতেই রোহিত, কমলনাথ, মদনলাল এবং এক জন কিশোরকে দু’টি বড় বাক্স নিয়ে তড়িঘড়ি নেমে কোনা এক্সপ্রেসওয়ে ধরে সাঁতরাগাছি সেতুর দিকে যাচ্ছিল। আর হাওড়া পুলিশও গোপন সূত্রে খবর পেয়ে তাদের আটকান। এরপর বাক্সগুলি পরীক্ষা করতেই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। পুলিশ জানায়, “পাচারকারীরা সড়কপথে একাধিক বার ধরা পড়ায় পাচার-পদ্ধতিতে বদল এনেছে। আর হাওড়া স্টেশনে যেহেতু কড়া তল্লাশি হয়, তাই সাঁতরাগাছিতে নেমে সড়কপথে হাওড়ায় ঢুকে গাঁজা বিক্রির পরিকল্পনা করে।”
Sponsored Ads
Display Your Ads Here