নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ মুম্বইয়ের কান্দিভালি এলাকার এক আবাসনের প্রায় ৪০০ জন বাসিন্দাদের ভুয়ো টীকাকরণের শিকার হতে হয়েছে। যদিও এই ভুয়ো টীকাকরণের জেরে কারোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি। অবশেষে প্রায় দু’সপ্তাহ পরে টীকাকরণের সার্টিফিকেট দেওয়া হয়।
আর এই সার্টিফিকেটগুলিতে কখনো নানাবতী হাসপাতাল তো কখনো লাইফলাইন হাসপাতালের নাম উল্লেখ করা হয়েছিল। এরপর খোঁজ করতেই সেই সব হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয় তারা ওই আবাসন চত্বরে কোনোরকম টীকাকরণের সাথে যুক্ত ছিল না।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর এই ভুয়ো টীকাকরণ কাণ্ডে কান্দিভালি পুলিশ ও ভারসোভা পুলিশ স্টেশনে আবাসিকদের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হলে মুম্বই পুলিশ প্রতারণার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর পাশাপাশি এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মধ্যপ্রদেশের সাতনা থেকে করিম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশের তরফ থেকে আবাসনের বাসিন্দাদের কোন টীকা দেওয়া হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের রিপোর্টও তলব করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here