নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ গতকাল গভীর রাতেরবেলা দিল্লির সীমাপুরী এলাকার ডিটিসি ডিপো রেডলাইটের কাছে এক দ্রুত গতিতে আসা ট্রাক ঘুমন্ত ফুটপাথবাসীদের একেবারে চাকার তলায় পিষে দিয়ে পালিয়ে গেল। এই ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দু’জন ঘটনাস্থলেই মারা যান। আর এক জনের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। আর অন্য জন হাসপাতালে চিকিৎসা চলাকালীন মারা গিয়েছেন।
এছাড়া আরো তিন জন ফুটপাথবাসী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জানা গেছে, কয়েকজন ফুটপাথবাসী রাস্তার ডিভাইডারে পর পর শুয়ে সার দিয়ে ঘুমোচ্ছিলেন। আর ঠিক তখনই ওই দ্রুত গতিতে আসা ট্রাক এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটিয়ে ফেলে।
দিল্লি পুলিশ এই ঘটনায় ওই ট্রাকটিকে খুঁজে বের করতে চিরুনি তল্লাশি শুরু করেন। ইতিমধ্যে দিল্লির সীমানায় থাকা রাজ্যগুলিকেও খবর দেওয়া হয়েছে। অনেকগুলি তল্লাশি দল তৈরী করে নিখোঁজ ট্রাকটির খোঁজ শুরু করা হয়েছে।