Indian Prime Time
True News only ....

নির্বাচনী ফলাফল ঘোষিত হতেই তৃণমূলে যোগ দিলেন ৪ জন পঞ্চায়েত সদস্য 

- sponsored -

- sponsored -

- Slide Ad -

পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ লোকসভা নির্বাচনে মথুরাপুর থেকে দুই লক্ষেরও বেশী ভোটের ব্যবধানে তৃণমূলের প্রার্থী বাপি হালদার জয়ী হয়েছেন। আর ভোটপর্ব মিটতেই কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির একজন সদস্য, সিপিএমের দু’জন সদস্য ও একজন নির্দল পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিলেন। এদিন তাদের হাতে তৃণমূলের নবনির্বাচিত সাংসদ বাপি হালদার তৃণমূলের হাতে পতাকা তুলে দেন।
উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনের পরবর্তী সময়ে এই কৃষ্ণচন্দ্রপুর থেকেই বিরোধীদের জয়ী প্রার্থীদের অপহরণের অভিযোগ ঘিরে জোর বিতর্ক তৈরী হয়েছিল। আজ সেই পঞ্চায়েতেই বিরোধীরা তৃণমূলে যোগ দিলেন। প্রসঙ্গত, কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতে মোট ১৫টি আসন রয়েছে। তার মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ছ’টি আসন, তৃণমূল চারটি আসন, সিপিএম তিনটি আসন, সিপিএম সমর্থিত দু’জন নির্দল প্রার্থীও জয়ী হয়েছিলেন। আর লোকসভা নির্বাচনের আগেই এলাকার বিজেপির দুই পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিয়েছিলেন।
- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

এবার আরো চার জন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিলেন। সিপিএম থেকে তৃণমূলে যোগ দেওয়া পঞ্চায়ত সদস্য জোবেদা বিবি জানান, ‘‘এলাকার উন্নয়নে সামিল হতেই সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন।’’ বাকি যোগদানকারী পঞ্চায়েত সদস্যদেরও একই বক্তব্য। পাশাপাশি বাপি হালদার বলেন, ‘‘তারা উন্নয়নের যজ্ঞে সামিল হতেই যোগদান করেছেন। আমরা তাঁদের দলে স্বাগত জানালাম। আগামী দিনে মানুষের পাশে থাকার জন্য তাদের সামনে রেখেই আমরা লড়ব।’’ কিন্তু বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিপ্লব নায়েকের অভিযোগ, ‘‘ভয় দেখিয়েই পঞ্চায়েতের ওই জয়ী সদস্যদের তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছে।’’

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored