নিজস্ব সংবাদদাতাঃ কাশ্মীরঃ কাশ্মীরে একের পর এক সাধারণ মানুষের খুন হয়েই চলেছে। মৃতদের মধ্যে তিন জন পরিযায়ী শ্রমিকও রয়েছেন। এই পরিযায়ী শ্রমিকদের খুনে জড়িত চার জন জঙ্গিকে এনকাউন্টারে নিঃশেষ করা হলো। এর মধ্যে এই ঘটনায় এক জওয়ানও নিহত হয়েছেন। আরো দু’জন আহত হয়েছেন।
গতকাল গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। প্রথমে জঙ্গিদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। কিন্তু জঙ্গিরা তা অস্বীকার করে গুলি চালালে এরপর পাল্টা নিরাপত্তা বাহিনী গুলি চালায়। তারপর এই গুলি যুদ্ধে জম্মু এবং কাশ্মীরের সোপিয়ানের দ্রাগাড়ে দু’জন ও কুলগামে দু’জন জঙ্গিকে এনকাউন্টার করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
একজন পুলিশ অফিসার জানিয়েছেন, “রবিবার পরিযায়ী শ্রমিক সাগির আহমেদ পুলওয়ামায় খুন হয়েছিলেন। এই খুনে জড়িত আদিল আহমেদ ওয়ানি পুলিশের গুলিতে নিহত হয়েছে”।
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য যে, এখনো অবধি চলতি মাসে কাশ্মীরে ১১ জন নাগরিক মারা গিয়েছেন। গত দু’ সপ্তাহে মোট ১১ টি এনকাউন্টার হয়েছে। পাশাপাশি ১৭ জন জঙ্গি মারা গিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here