নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুঃ তামিলনাড়ুর তিরুপ্পুর জেলার পাল্লাদামে টাকা-পয়সা নিয়ে বিবাদের জেরে প্রাণ হারাতে হলো একই পরিবারের ৪ জনকে। এখনো এই ঘটনায় কোনো অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি।
সূত্রের খবর, স্থানীয় বাসিন্দা ৪৭ বছর বয়সী সেন্থিলকুমার চাল ব্যবসায়ী। কৃষিজমিও রয়েছে। রবিবার সন্ধ্যাবেলা খবর পান, ওই চাষের জমিতে কয়েক জন বসে মদ্যপান করছেন। এই শুনেই সেখানে গিয়ে তাদের জমি ছেড়ে চলে যেতে বলেন। কিন্তু তারা যাওয়ার পরিবর্তে সেন্থিলকুমারের উপর ধারালো অস্ত্র দিয়ে ঝাঁপিয়ে পড়ে কোপাতে শুরু করে।
আর তার চিৎকার শুনে পুষ্পাবতী, মোহনরাজ ও রথিনাম্বল নামে তিন জন আত্মীয় ছুটে আসলে একইভাবে কোপানো হয়। ফলে সেন্থিলকুমার সহ পুষ্পাবতী, মোহনরাজ এবং রথিনাম্বলের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এরপর আশপাশের লোকজন মাঠে আসতে শুরু করলে অভিযুক্তেরা পালিয়ে যায়। জানা গেছে, কুট্টি নামে এক ব্যক্তি সেন্থিলকুমারের চালের দোকানে কাজ করতেন। তার কাছ থেকে কিছু টাকা ধারও নিয়েছিলেন।
তবে কোনো কারণে কাজটি হারান। কিন্তু সেন্থিলকুমার ওই টাকা ফেরত চেয়ে চাপ দেওয়ায় কুট্টি একটি দল ভাড়া করে সেন্থিলকুমারকে খুনের ছক কষে। তবে তাকে বাঁচাতে গিয়ে ওই পরিবারের আরো তিন জন প্রাণ খোয়ালেন। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছেন। এছাড়া গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছেন।