নিউজ ডেস্কঃ মেঘালয়ঃ জেল থেকে পাঁচ জন কয়েদি পালিয়ে গেলেও গ্রামবাসীদের হাতে মৃত্যু হলো চার জন কয়েদির। বাকি এক জন কয়েদি গ্রামবাসীদের হাত থেকে পালিয়ে গেছেন। মেঘালয়ের জয়ন্তীয়া পাহাড়ের কোলে একটি গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, মোট ছ’জন কয়েদি জোয়াই জেলার সংশোধনাগার থেকে নিরাপত্তারক্ষীকে ছুরি মেরে পালিয়ে একটি জঙ্গলে আশ্রয় নেয়। এরপর এক জন কয়েদি খাবার কিনতে লোকালয়ের একটি চায়ের দোকানে গেলে গ্রামবাসীরা তাকে চিনে ফেলে তাড়া করতে শুরু করেন।
এই খবর চাউর হতেই বহু মানুষ জঙ্গল ঘিরে তল্লাশি শুরু করেন। তারপর পাঁচ জন কয়েদি গ্রামবাসীদের হাতে ধরা পড়তেই রড, লাঠি ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর শুরু করেন। এরপর মারধরের চোটে চার জন কয়েদির ঘটনাস্থলেই মৃত্যু হয়। কিন্তু রমেশ নামে এক জন কয়েদি গ্রামবাসীদের হাত থেকে পালাতে সক্ষম হয়।