ব্যুরো নিউজঃ আমেরিকাঃ গত শনিবার আমেরিকার টেক্সাসে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় চার জন প্রবাসীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় তাদের সকলের দেহ পুড়ে গিয়েছে। আপাতত শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষা করতে হয়েছে। নিহতরা সকলেই ভারতীয়। তারা হলো ফারুক শেখ, লোকেশ পালচাল, আরিয়ান রঘুনাথ ও দর্শিনী বাসুদেবন।
সূত্রের খবর, ফারুক, লোকেশ, আরিয়ান ও দর্শিনী সকলের একটি গাড়ি ভাড়া দেওয়ার সংস্থা থেকে পরিচয়। ঘটনার দিন সকলে মিলে একটি এসইউভি গাড়ি ভাড়া করে নিজেদের আলাদা আলাদা গন্তব্যে যাচ্ছিলেন। হঠাৎ পিছন থেকে একটি ট্রাক ওই গাড়িতে ধাক্কা মারতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আশপাশের আরো চারটি গাড়িতে ধাক্কা মারে। এরপর ওই গাড়িটিতে আগুন ধরে যায়। আর ভিতরে থাকা ফারুক, লোকেশ, আরিয়ান এবং দর্শিনী পুড়ে একেবারে ঝলসে যান।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু প্রাথমিক ভাবে কাউকে শনাক্ত করা যায়নি। তবে শনাক্ত করতে মৃতদেহের ডিএনএ পরীক্ষা হবে। পাশাপাশি দাঁত ও হাড়ের পরীক্ষাও করা হবে। তিন দিন আগে দর্শিনীর বাবা ভারতের বিদেশ মন্ত্রককে ট্যাগ করে সমাজমাধ্যমে লেখেন, ‘তার আমেরিকা-প্রবাসী মেয়ে নিখোঁজ। শনিবার বিকেলবেলার পর থেকেই মেয়ের সাথে যোগাযোগ করা যাচ্ছে না।’ তারপরই ফারুক, লোকেশ, আরিয়ান এবং দর্শিনীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে।
Sponsored Ads
Display Your Ads Here