Indian Prime Time
True News only ....

পার্কস্ট্রিটের দোকানে আগুন লাগতেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৪ টি ইঞ্জিন

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ পার্কস্ট্রিটে পার্ক হোটেলের উল্টো দিকে একটি জনপ্রিয় মিষ্টির দোকানে আগুন লেগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। এর জেরে স্থানীয়রা সহ পথচলতি মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। এরপর দুপুরবেলা ১২টা ৪০ মিনিটে দমকল বিভাগে খবর দেওয়া হলে দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন।

কিন্তু এই আগুন লাগলো কিভাবে? তা এখনো অবধি স্পষ্ট নয়। তবে দমকল আধিকারিকেরা বিষয়টি খতিয়ে দেখছেন। পার্কস্ট্রিট এমনিতেই কলকাতার জনবহুল এলাকাগুলির মধ্যে অন্যতম একটি এলাকা। এই চত্বরে বিভিন্ন সরকারী-বেসরকারী অফিস সহ একাধিক রেস্তরাঁ রয়েছে। তাই এই অঞ্চলে আগুন লাগায় দমকল আধিকারিকরাও যথেষ্ট সতর্ক ভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালিয়ে যাচ্ছেন।

Get real time updates directly on you device, subscribe now.