নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ শিলিগুড়ির কাছে ময়নাগুড়ি এলাকায় এবার নেপালের তীর্থযাত্রীদের বাস থেকে বিলুপ্তপ্রায় প্রজাতির চারটি লেঙ্গুর উদ্ধার হয়েছে।
জানা গিয়েছে, শুল্ক আধিকারিকদের কাছে খবর ছিল মায়ানমার থেকে নেপালে কয়েকটি বন্যপ্রাণী পাচার করা হবে। সেই খবর পেয়েই জলপাইগুড়ির শুল্ক বিভাগের আধিকারিকরা অভিযান চালিয়ে ময়নাগুড়ির ৩১ নম্বর জাতীয় সড়কে ফাঁদ পেতেছিলেন।
গতকাল তীর্থযাত্রীদের নিয়ে ওই বাসটি সেখানে পৌঁছাতেই তা থামিয়ে চারটি খাঁচা থেকে চারটি লেঙ্গুর উদ্ধার করা হয়। কিন্তু বাসের চালক পলাতক ছিল। এরপর শুল্ক বিভাগের কর্মীরা বাসের যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন ওই বাসটি নেপালের উদ্দেশ্যে যাচ্ছে।
তারপর তীর্থযাত্রীদের নেপালের কাঁকরভিটায় পৌঁছে দেওয়া হয়। আর ওই বাসটিকে ফুলবাড়ি সীমান্তে নিয়ে আসা হয়। এর আগে গাজলডোবায় অস্ট্রেলীয় ক্যাঙারু ধরা পড়েছিল। এইভাবে একের পর এক বন্যপ্রাণী উদ্ধারের ঘটনায় প্রশাসন অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছে।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, আন্তর্জাতিক চোরাচালানকারীরা ডুয়ার্সের এই অঞ্চলকে পাচারের জন্য প্রধান রুট হিসাবে বেছে নিয়েছে। কারণ আসাম থেকে ডুয়ার্স হয়ে খুব সহজেই অন্যান্য দেশে পৌঁছে যাওয়া যায়।