নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার অন্তর্গত জবা গ্রামে ট্রাক্টরের পার্টস চুরি করার অভিযোগে চার জন শিশুকে দড়ি দিয়ে বেঁধে নিমর্ম ভাবে মাটিতে ফেলে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো রবিয়াল খান নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
মারধরের সময় চার জন শিশুর চিৎকার শুনে এলাকার বাসিন্দারা সহ পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে গড়বেতা হাসপাতালে ভর্তি করেন। এরপর গড়বেতা থানার পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হলে পুলিশ পরিবারের অভিযোগের ভিত্তিতে রবিয়ালকে গ্রেপ্তার করে।
একজন শিশু জানায় যে, “ওনার ছেলে চুরি করে আসছিল। আমরা মাঠে আদা কুড়িতে গিয়ে সেটা দেখে নিয়েছিলাম। তখন তিনি এসে ট্রাক্টরের জিনিস চুরি করেছি বলে আমাদের দড়ি দিয়ে বেঁধে মারতে শুরু করেন।”
এই বিষয় নিয়ে গরবেতা এক নম্বর ব্লকের বিডিও বলেন, “শিশুদের মারধর করার বিষয়টি খুবই মর্মান্তিক। অভিযোগ পেয়েছি। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশকেও জানিয়েছি। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে তদন্ত শুরু হয়েছে। আপাতত ওই শিশুদের গড়বেতা হাসপাতালে চিকিৎসা চলছে।”