নিজস্ব সংবাদদাতাঃ উত্তর দিনাজপুরঃ আজ উত্তর দিনাজপুরের চোপড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনাগাছ এলাকায় মাটি চাপা পড়ে মৃত্যু হলো ৪ জন শিশুর। শিশুদের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে , বিএসএফ এলাকায় একটি ড্রেন কাটছিল। প্রায় দশ ফুট গর্ত ছিল। সেখানেই শিশুরা খেলা করছিল। কিন্তু আচমকাই ধস নামায় চার জন শিশুর মাটির নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে। এরপর টহলরত বিএসএফ জওয়ানেরা শিশুদের উদ্ধার করে চোপড়ার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। চোপড়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনার তদন্তে নেমেছে।
Sponsored Ads
Display Your Ads Here
তসলিম উদ্দিন নামে এক জন বাসিন্দা দাবী করেন, ‘‘ড্রেনের কাটা মাটি আশপাশে কোথাও দেখা যাচ্ছে না। ড্রেন কাটছিল কে? কে আদেশ দিয়েছিল, তা স্থানীয় পুলিশ প্রশাসন এর তদন্ত করে দেখুক।’’
Sponsored Ads
Display Your Ads Here
এক জন বিএসএফ আধিকারিক জানান, ‘‘বিএসএফ শুধুমাত্র উদ্ধারকারীর ভূমিকা পালন করেছে। জেসিবি লাগিয়ে চাপা পড়ে যাওয়া শিশুদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করেছে। মাটি কাটা বা ড্রেন কাটা নিয়ে আমাদের কিছু জানা নেই। এই বিষয়ে কিছু বলার থাকলে বিএসএফের উচ্চ আধিকারিকেরা মন্তব্য করবেন।’’
Sponsored Ads
Display Your Ads Here