নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের মালিওর এক গ্রাম পঞ্চায়েতের হরকাবাথান এলাকায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে সালিশী সভায় চার ভাইকে মারধরের অভিযোগ উঠল ঠিকাদারের বিরুদ্ধে। পঞ্চায়েত প্রধানের স্বামী এই সভা ডেকেছিলেন।
স্থানীয় সূত্রে খবর, কয়েক মাস আগে পরিযায়ী শ্রমিক আকবর আলি সেখানকার শ্রমিক সরবরাহকারী ঠিকাদার মনিরুল ইসলামের কাছ থেকে টাকা ধার নিয়ে কর্মসূত্রে মুম্বইয়ে গিয়েছিলেন। কিন্তু সেই কাজ সম্পূর্ণ না করেই চলে আসেন। এরপর ধারের টাকা আদায়কে কেন্দ্র করে আকবরের মনিরুলের সাথে অশান্তি শুরু হয়। আকবরের অভিযোগ, ‘‘গত সোমবার মনিরুল তার বাড়িতে টাকার জন্য চড়াও হয়েছিলেন। তবে টাকা না দিতে পারায় মোবাইল ও দশ হাজার টাকা নিয়ে গিয়েছিলেন।’’ ফলে এই অশান্তি মেটাতেই সালিশী সভা ডাকা হয়েছিল।
এদিন আকবরের সঙ্গে তার তিন ভাই সভায় গিয়েছিলেন। তবে সভা চলাকালীন হঠাৎ মনিরুল এবং তার সঙ্গীরা চার ভাইয়ের উপর ছুরি, হাঁসুয়া, লোহার রড ও বন্দুকের নল দিয়ে হামলা চালায়। তারপর আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে এই গোটা বিষয় নিয়ে পুলিশের কাছে বারো জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।
পঞ্চায়েত প্রধানের স্বামী আব্দুল রহমান এই প্রসঙ্গে জানান, ‘‘গ্রামের মধ্যে টাকা-পয়সা নিয়ে গন্ডগোল ছিল। মেটানোর জন্য বাড়িতে ডেকেছিলাম। এরপর আর খোঁজ নিইনি। শুনলাম মারধর করা হয়েছে। আর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।’’