নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ মধ্য মুম্বইয়ের শহরতলি চেম্বুর এলাকায় রাস্তায় দশম ও দ্বাদশ শ্রেণীর ভুয়ো মার্কশিট বিক্রি হচ্ছে। যার এক-একটির দর চার হাজার টাকা ছিল। এই ঘটনায় মুম্বই পুলিশের হাতে চার জন গ্রেফতার হয়েছেন।
পুলিশ জানা গিয়েছে, ওই এলাকায় চার জন অভিযুক্ত চার হাজার টাকা করে দশম এবং দ্বাদশের এক-একটি ভুয়ো মার্কশিট বিক্রি করছিলেন৷ ফলে মুম্বই পুলিশের অপরাধদমন শাখার ছয় নম্বর ইউনিটের সদস্যেরা এই অভিযোগে দানি খান, সলমন খান, মহম্মদ মুর্তাজা ও মহম্মদ নাদিম শেখ নামে চার জনকে গ্রেফতার করছেন।
গতকাল দানি, সলমন, মুর্তাজা এবং নাদিমকে আদালতে হাজির করানো হলে বিচারক আগামী ১৮ ই এপ্রিল পর্যন্ত পুলিশী হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি পুলিশ এই চার জন অভিযুক্তকে মার্কশিট জালিয়াতি চক্রের সদস্য বলে দাবী করেছেন।