শিবশঙ্কর চট্টোপাধ্যায়ঃ দক্ষিণ দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুরের কুসুমন্ডি ব্লকের ১ নম্বর আকচা গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর এলাকায় চেচাহার পুকুরে জিসিবি দিয়ে মাটি খনন করার সময়ে প্রাচীনতম চারটি মূর্তি উদ্ধার হলো।
https://www.youtube.com/watch?v=4B7-EEXuN_A
Sponsored Ads
Display Your Ads Hereএই খবর পেয়ে কুশমন্ডি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। গ্ৰামবাসীর দাবী, “আমরা মূর্তি দেব না পূজা করবো”। গ্রামবাসীরা এই দাবী তুলে পুলিশের গাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=kBdFw_lsCtc
গ্ৰামবাসী ধরেন সরকার জানান, “একটি মূর্তি পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। আর বাকি তিনটি মূর্তি রেখে কৃষ্ণপুর মন্দিরে পূজা করার জন্য স্থাপন করেন”।
Sponsored Ads
Display Your Ads Here
https://www.youtube.com/watch?v=YbUS-PKP-h4
আরেক স্থানীয় বাসিন্দা পুতল সরকার বলেছেন, “কৃষ্ণপুর চেচাহার এলাকা পুকুরের পাহাড় খনন করার সময়ে চারটি মূর্তি পাওয়া যায়”।
https://www.youtube.com/watch?v=Rd7MNTUrJps
এই প্রসঙ্গে এলাকাবাসী অলোক চৌহান জানিয়েছেন, “পুরোনো প্রাচীনতম মূর্তি উদ্ধার হয়েছে। আমরা এই মূর্তি স্থাপন করব”। এই মূর্তি স্থাপিত করাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।