ব্যুরো নিউজঃ ইউক্রেনঃ গতকাল ইউক্রেনের রাজধানী কিয়েভের সবথেকে বড়ো শিশু হাসপাতালে রাশিয়ার মিসাইল হামলায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। আর প্রায় ১৭০ জন আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। পাশাপাশি এই ধরণের হামলার ফল রাশিয়াকে ভুগতে হবে বলে হুমকি দিয়েছেন।
আর কিয়েভের মেয়র এই ঘটনাকে ইউক্রেন যুদ্ধে সবথেকে ভয়াবহ ও নিন্দনীয় হামলা বলে দাবী করেছেন। সূত্রের খবর, এই হামলার জেরে শিশু হাসপাতালটি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এদিন দেশের একাধিক জায়গায় ক্ষেপনাস্ত্র হামলা হয়। উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারী মাস থেকে বারবার মস্কো-ইউক্রেনের মধ্যে নৃশংসতার ছবি উঠে এসেছে।