ব্যুরো নিউজঃ তাইল্যান্ডঃ আজ তাইল্যান্ডের উত্তর-পূর্ব প্রদেশের নং বুয়া লম্ফু শহরে ‘প্রি স্কুল চাইল্ড ডে কেয়ার সেন্টার’ নামে একটি ক্রেশে এলোপাথাড়ি গুলির জেরে নিহত হয়েছে কমপক্ষে ৩৪ জন। যার মধ্যে ২২ জন শিশু। আর আহত হয়েছেন আরো অনেকে। এছাড়া গণহত্যার পর বন্দুকবাজ আত্মঘাতী হয়েছেন।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, প্রাক্তন এক জন পুলিশ আধিকারিক গুলি চালানোর পাশাপাশি শিশু ও প্রাপ্তবয়স্কদের কোপান। কিন্তু এই হামলা কি কারণে তা এখনো অবধি স্পষ্ট নয়। সম্প্রতি ওই পুলিশ আধিকারিককে বরখাস্ত করা হয়। তার জেরেই এই হামলা কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
এই হামলার ঘটনায় এলাকায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনায় সমগ্র এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রসঙ্গত, অতীতেও তাইল্যান্ডে গণহত্যার ঘটনা ঘটেছে। ২০২০ সালে এক জন সেনা জওয়ানের এলোপাথাড়ি গুলিতে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছিল। ওই হামলায় আরো অনেকে আহত হয়েছিলেন।