নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ সামনে পঞ্চায়েত ভোট। আর এর মধ্যে গতকাল নদীয়ার তেহট্ট থানার শ্যামনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল ছেড়ে সিপিএমের পতাকা তুলে নিলেন প্রায় ৩০০ জন। যার মধ্যে কর্মী, স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ তেহট্টের প্রাক্তন বিধায়ক তথা সিপিএম নেতা রঞ্জিত মণ্ডল ও এরিয়া কমিটির সম্পাদক সুবোধ বিশ্বাস রয়েছেন। এ যেন একেবারে উলটপুরাণ।
শ্যামনগরের পঞ্চায়েত সদস্যা নুরজাহান বিবি জানান, ‘‘তৃণমূল এখন দুর্নীতিগ্রস্ত দল। এই দলের হয়ে আর ভোট চাইতে যেতে পারব না। আর বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে তৃণমূলের লড়ার ক্ষমতাও নেই। সিপিএমই একমাত্র দল যারা এই লড়াই করতে পারে। তাই এই দলে যোগ দিলাম।’’
Sponsored Ads
Display Your Ads Here
সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক সুবোধ বিশ্বাস এই প্রসঙ্গে বলেন, ‘‘মানুষ তৃণমূলকে ভোট দিয়ে বুঝতে পেরেছেন যে, একমাত্র সিপিএম সর্বসাধারণের জন্য কাজ করে। আর বিজেপি-তৃণমূলের সেটিং আছে। এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। আগামী পঞ্চায়েত ভোটের আগে আরো মানুষ আমাদের দিকে ফিরবেন। সারা বছর আমরাই তো মানুষের পাশে থাকি।’’
Sponsored Ads
Display Your Ads Here
যদিও শাসকদল এই বিষয়টি অস্বীকার করে দাবী করে, ‘‘দলের লেশমাত্র ক্ষতি হচ্ছে না।’’ তৃণমূলের ব্লক সভাপতি বিশ্বরূপ রায় জানিয়েছেন, ‘‘এসব ঘটনা একদমই গুরুত্বহীন। দলবদলের কোনো প্রভাবই পড়বে না। বিস্তারিত ভাবে খোঁজ নিয়ে দেখা হবে।’’
Sponsored Ads
Display Your Ads Here