নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ বুধবার বিকেলবেলা শিলিগুড়ি মহকুমা পরিষদের ফাঁসিদেওয়ার নকশালবাড়ি ব্লকের বড় মণিরামজোত এলাকায় বাদাম ভেবে অন্য ফল খেয়ে অসুস্থ হয়ে পড়লো প্রায় ৩০ জন কিশোর। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে তীব্র শোরগোল শুরু হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় ২৫ থেকে ৩০ জন কিশোর মাঠে খেলা করছিল। ওই সময় তারা মাঠের পাশের জঙ্গল থেকে সংগ্রহ করা এক ধরনের ফল বাদাম মনে করে খেয়ে ফেলে। এরপর থেকে প্রত্যেকেই অসুস্থ বোধ করে। আর বাড়ি ফেরার পর বমি ও পেটব্যথা শুরু হয়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
তারপর পরিবারের তরফে দ্রুত অসুস্থ কিশোরদের নকশালবাড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম জানান, ‘‘জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ওই অসুস্থ কিশোরদের চিকিৎসার উপর নজর রাখতে বলা হয়েছে।’’