নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে ৩৪ নম্বর জাতীয় সড়কের শিবপুর টোল প্লাজায় অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে উদ্ধার করেছেন ৩০ কিলোগ্রাম গাঁজা। এর পাশাপাশি উত্তর চব্বিশ পরগণার দুই জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তদের নাম সনাতন দাস ও বিশ্বজিৎ ঘোষ। সনাতন এবং বিশ্বজিৎ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে গাঁজাপাচার মডিউলের অন্যতম সদস্য। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে যে, ওই গাঁজা মালদার কালিয়াচক থেকে নিয়ে বারাসাতের হৃদয়পুর এলাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।
Sponsored Ads
Display Your Ads Here
আর এই উদ্ধারপ্রাপ্ত গাঁজার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। আপাতত সনাতন এবং বিশ্বজিৎকে জিজ্ঞাসাবাদ করে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে গাঁজা পাচার চক্রের অন্য পাচারকারীদের সম্পর্কে তথ্য নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here